স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে দলের বাইরে ছিলেন যুবরাজ সিং। ২০১১ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী যুবরাজকে নেয়া হয়নি ২০১৫ বিশ্বকাপে। অনেক ক্ষোভ ও ব্যথা নিয়ে আজ (মঙ্গলবার) মাঠ কাঁপাতে নামবেন সেই যুবরাজ সিং।
সবার আগ্রহের পাত্র এখন যুবরাজ সিং। ওয়ানডে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলবে ধোনিরা। ক্রিকেটে ধোনির প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে ওঠা যুবরাজ এখন ভারতীয় দলের মূল আকর্ষণ।
অস্ট্রেলিয়ার অ্যাডিলেটে আর কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে দুই দেশের লড়াই। ভারতীয় দলে যুবরাজ ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন।
আশিষ নেহেরা ও হরভজনসিংকে দলে নেয়া হয়েছে। ভারতীয় দলে এদিন টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে জসপ্রত ভোররার। ৩ টি -টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করতে পারেন যুবরাজ সিং।
টি-টোয়েন্টিতে যুবরাজ সিং একজন পারফেক্ট ব্যাটসম্যান। এর আগে ৬ বলে ৬টি ছক্কা মারার রেকর্ড রয়েছে তার। গেইল, আফ্রিদি ও ম্যাক্সওয়েলদের কাতারের আক্রণাত্মক ব্যাটসম্যান যুবরাজের অ্যাকসন দেখতে অপক্ষো ভক্তদের।
২৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর