আরিফুর রাজু: হয়তো নির্বাচকরা ভাবতেই পারেনি সাতক্ষীরার এক পুচকে বালকের দখলে থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং সেক্টর। ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্র্রদর্শনের সুবাধে ২০১৫ সালের ২৪ এপ্রিল সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে অভিষেক হয় মুস্তাফিজের। এর দুইমাস পর ১৯ জুন ক্রিকেট পরাশক্তি ভারত ক্রিকেট দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। অভিষেকেই বাজিমাত। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং লাইন আফ চুরমার করে তুলে নেন মূল্যবান ৫ উইকেট। একই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে হোন ম্যাচ সেরা। জীবনের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে তিনি বিশ্বরেকর্ড গড়েন৷
এক কথায় বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর বালক মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ মানেই নতুন ঘটনা, নতুন কোন ইতিহাস সৃষ্টি। গেল বছরে ২২ বছর বয়সী সাতক্ষীরার এই যুবকের ভেলকিতে বিশ্বের বাঘা বাঘা দেশ রীতিমত লজ্জায় পড়েছিল বাংলাদেশের কাছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালার্ন্ডাসের হয়ে নাম লেখানোর পর এবার ইন্ডিয়া ঘরোয়া লিগের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ( আইপিএল) বিভিন্ন ফ্রাইঞ্চাইজি বাংলাদেশের বাংলাদেশের এই বিস্ময়কর বালককে দলে বেড়াতে মরিয়া হওয়ার ঘটনায় ক্রিকেট পাড়ায় চলছে হই হই রই রই।
আসন্ন আসর উপলক্ষ্যে এরই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায় ৭০০ খেলোয়াড়ের ভিত্তি মূল্য নির্ধারণ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি কাটার মুস্তাফিজ। এর পর থেকেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু সাতক্ষীরার এই যুবক।
আর সেখানে তার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫৮ লাখ ৫০ হাজার টাকা। প্রাথমিক তালিকার ৭০০ জন থেকে আগামি ২৫ জানুয়ারি ৩০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে বিসিসিআই। আর আগামি ৬ ফেব্রুয়ারি এই তালিকার খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।
তবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বেশকিছু ফ্র্যাঞ্চাইজির টার্গেটে রয়েছেন মুস্তাফিজ। যে কারণে নিলামে তার মূল্য বেড়ে যেতে পারে আরও অনেক বেশি।
প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ ও বিশ্ব টি২০ কাপ উপলক্ষ্যে টাইগার দলের সঙ্গে এই মুর্হুতে খুলনায় ব্যস্ত সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। আপাতত তার টার্গেট দেশের হয়ে এশিয়া ও বিশ্বকাপেরর ট্রপি অর্জন।অন্তত সেটিই বোঝা যায় মুস্তাফিজের হাড় ভাঙা পরিশ্রমে।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর