স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। যাদের প্রতিপক্ষ গত আসরের শিরোপা জয়ী দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়। এদিন বাংলাদেশের যুব টিমের নেতৃত্ব দেবেন উদীয়মান ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যুব টিমের নেতৃত্বে আছেন টনি ডি জর্জি।
১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল হালিম, আরিফুল ইসলাম, জাকের আলী, মেহেদি হাসান রানা, সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত, পিনাক ঘোষ, সাঈদ সরকার, সাইফ হাসান, সালেহ আহমেদ শাওন, সঞ্জিত সাহা, শাফিউল হয়াত, জাকির হাসান।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অন্যান্য সদস্যরা হলেন, যিয়াদ আব্রাহামস, ডিন ফক্সক্রফট , দায়ান গালিয়েম , উইলি লুদিক ,ওয়ান্দিলে ম্যাকওয়েথু, কোনার ম্যাকার , রিভালদো মুনসুন, ওয়িয়ান মুলদার, লুক ফিল্যান্ডার , ফারহান সায়ানবালা , লুথো সিপামলা , লিয়াম স্মিথ , কাইল ভেররেয়ননে ও শন হোয়াইটহেড।
২৬, জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস