স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর। কিছুদিন পর আপনিও খোলামেলা কথা বলতে পারবেন আপনার এই প্রিয় তারকার সাথে। জানা গেছে খেলাধূলা বিষয়ক একটি আড্ডা অনুষ্ঠানের জন্যে চুক্তি বদ্ধ হয়েছেন টাইগার সাকিব। আগামী মার্চ থেকে সাকিবের সরাসরি অংশগ্রহনে অনুষ্ঠানটি নিয়মিত সম্প্রচার করবে রেডিও ধ্বনি।
রেডিও ধ্বনি’ নামের ওই অনুষ্ঠানে সাকিব উপস্থিত থেকে সরাসরি কথা বলবেন তার ভক্তদের সাথে। শেয়ার করবেন ক্রিকেট নিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা। দেশের একমাত্র সংবাদভিত্তিক এফ এম রেডিও স্টেশন রেডিও ধ্বনি ৯১.২ এফএম এ নিয়মিত প্রচার হবে অনুষ্ঠানটি।
চুক্তির বিষয়ে এসময় সাকিব সাংবাদিকদের বলেন, ‘এটা আমার জন্যে নতুন এক অভিজ্ঞতার জন্ম দেবে। আপনারা জানেন আমি ততটা কথা বলতে পারিনা। তবে আশা করছি এর মাধ্যমে আমার কথা বলার জড়তা কেটে যাবে। ক্রিকেট সম্পর্কে সাবার সাথে খোলামেলা আলাপ করতে পারব।
২৬, জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস