স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের মাটিতে শুরু হয়েছে বিশ্বকাপের আসর। আর দেশের মাটিতে বিশ্বকাপ আসরে মাঠে নেমেই ইতিহাস গড়লেন নতুন মুস্তাফিজ।
চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে পূর্বসূচি অনুযায়ি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টিম।
এক নতুন মুস্তাফিজই বাংলাদেশ যুবাদলের অধিনায়ক। তার নাম হয়তো সবারই জেনে থাকার কথা। তিনি হলেন মেহেদি হাসান মিরাজ। মিরাজ এর আগেও বাংলাদেশ যুবাদলকে নেতৃত্ব দিয়েছেন।
বিশ্বকাপে ফের দেশকে নেতৃত্ব দিচ্ছেন রহস্য বালকের পথে হাঁটা দুরন্ত বালক মিরাজ। চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টি ডি জর্জির সাথে টস করতে নামেন মিরাজ।
এর সুবাধে টানা দ্বিতীয় বারের মত কোনো বাংলাদেশি অধিনায়ক হিসাবে নেতৃত্ব দেয়া হয় তার। বাংলাদেশে এই উদাহরণ নেই অন্য কারও। জাতীয় দলে আসার আগেই অন্যদের টপকে এই ইতিহাস সৃষ্টি করেন মিরাজ।
উল্লেখ্য, মিরাজ এর আগে এই বিষয়ে বলেন, আমার দারুণ অভিজ্ঞতা হচ্ছে। তবে এবার শিরোপা ছাড়া অন্য কিছু তো ভাবছিই না।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর