বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ১১:২৯:২৬

ফের শীর্ষে ভারত

ফের শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ২৮০ রানে জিতলেও এক নম্বর স্থান ধরে রাখতে পারল না দক্ষিণ আফ্রিকা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ফলে হেরে টেস্ট র‌্যাঙ্কিং-এ তিন নম্বরে প্রোটিয়ারা৷ আর ২০১১ সালের আগস্টের পর ফের টেস্ট র‌্যাঙ্কিং-এ শীর্ষস্থান পেল বিরাট কোহলির ভারত৷ ১১০ পয়েন্ট পেয়ে এখন টেস্টে শীর্ষস্থানে টিম ইন্ডিয়া৷ দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া৷

ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ২-১ সিরিজ হারায় ভারত আনুষ্ঠানিকভাবে প্রথম স্থানে উঠে এলে বলে আইসিসি টুইটার মারফত্ জানিয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ জিতলে অস্ট্রেলিয়া প্রথম স্থানে উঠে আসতে পারে।

গত ডিসেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ বিধ্বস্ত করার পর দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিরাট কোহলির ভারত। গত নয় বছরে প্রথমবার বিদেশের মাটিতে সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা।

আইসিসি-র তালিকায় চতুর্থ পাকিস্তান, পঞ্চম ইংল্যান্ড। এর পরের স্থানগুলিতে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবোয়ে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে