বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৬:১১:৫২

ওরা নতুন যুগের টাইগার, ঠেকায় কে?

ওরা নতুন যুগের টাইগার, ঠেকায় কে?

আল-আমিন শিবলী: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ক্রিকেটবিশ্বে একটি প্রশংসায় দল। ওদের কাছে কাবু হয়েছে ক্রিকেটবিশ্বের অনূধ্ব-১৯ অনেক পরাশক্তি ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মতো অনূর্ধ্ব-১৯ দলের রয়েছে বড় বড় অনেক অল রাউন্ডার খেলোয়াড়। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও অল রাউন্ডার নাজমুল হোসেন শান্ত এবং অল রাউন্ডার সাঈদ সরকার।

ক্রিকেট মাঠে তাদের কীর্তি কর্মের দেখে অনেকেই বলেছেন, ওরা নতুন যুগে টাইগার।ওরা আগামী দিনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। কথাটি সত্যি, কারণ অনেকেই অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে আগামী দিনের মাশরাফি বলে থাকেন। মাশরাফি বিন মুর্জতা যেমন ক্রিকেটবিশ্বে বড় বড় পরাশক্তি দলগুলোকে কাবু করে ছেড়ে দিয়েছে তেমনি অনূর্ধ্ব-১৯ দল অধিনায়ক মেহেদি হাসান মিরাজও দেশে ও দেশের বাইরে একাধিক সিরিজ জিতেছেন।

আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রথম দিনেই বাংলাদেশ যেভাবে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ে নিয়েছে। চলমান এই টুর্ণামেন্টের পর্দা উঠার আগে থেকেই মেহেদি হাসান মিরাজের দল ভাল অবস্থানে। বিশ্বকাপের আগে ওয়েস্ট উন্ডিজ যুব ক্রিকেট দলকে বাংলাওয়াশা এবং জিম্বাবুয়ে ও ইল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে ছিল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচেই সেই চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। বর্তমান চ্যাম্পিয়নদের ৪৩ রানে হারিয়ে শুভসূচনাই হলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো। বড় কোনো অঘটন না ঘটলে কোয়ার্টার ফাইনালেও এক পা দিয়ে রাখল বাংলাদেশ দল।এই বাংলাদেশ দলের লক্ষ্যটা অনেক বড়।

এই টুর্নামেন্টের শিরোপা জয়ের দিকে চোখ রেখে অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছেন মিরাজরা। সেই প্রস্তুতিতে বড় আত্মবিশ্বাস হয়ে এসেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ১৪ ম্যাচের ১১টিতে জয়ের দেখা পাওয়া। সেই আত্মবিশ্বাসের ঝলকানি দেখা গেল আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তাই স্বাগতিক দল হিসেবে বাংলাদেশের শিরোপা জয়টা সবাই প্রত্যাশা করছে। ১৬ কোটি মানুষের প্রাণের দাবি শিরোপা জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বিশ্ব মানের নতুন টাইগাররা।
২৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে