বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ০১:০৪:২৯

সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা: রোনালদো

সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা: রোনালদো

স্পোর্টস ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ রাতে সাহরী খেয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশে। মুসলমানদের ধর্মীয় এই উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে অবশ্য শুভেচ্ছা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদও।

এদিকে ক্লাব ফুটবল এই মুহূর্তে চলছে বিরতি। তবে ফুটবলাররা কিন্তু বিশ্রাম পাচ্ছেন না। এই ছুটির সময়টাতে ব্যস্ত থাকতে হবে জাতীয় দলকে সার্ভিস দিতে। আজ রাতেই পর্তুগালের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে মাঠে নামছেন এ পর্তুগিজ সুপারস্টার।

মাঠে নামার আগের দিন বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে তিনি লেখেন, ‌‌সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে যুক্ত হয়েছেন রোনালদো। শুরুটা ভালো না হলেও আস্তে আস্তে নিজের খোলস খুলে বের হচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ইতোমধ্যে ক্লাবের হয়ে করেছেন দুটি হ্যাটট্রিক। হয়েছেন সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতাও। সেখানের বেশিরভাগ সতীর্থরাই মুসলিম ধর্মাবলম্বী।

এর আগেও তিনি দেশটির ধর্মীয় নানা সংস্কৃতিতে অংশ নিয়েছিলেন। বর্তমানে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ খেলতে পর্তুগাল দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনালদো। আগামী ২৪ মার্চ লিখেনস্টেইন এবং ২৭ মার্চ তারা লুক্সেমবার্গের মোকাবিলা করবেন।

পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ নিজেদের ফেসবুক পেইজে লিখেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল। সঙ্গে দেয়া হয়েছে একটি প্রার্থনার ইমোজি।

এছাড়া হ্যাশট্যাগে রমজান করিম দিয়ে রিয়াল মাদ্রিদ লিখেছে,‘আমরা আপনাকে একটি বরকতময় এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই। এই পবিত্র মাস যেন আপনাকে আপনার প্রিয়জনের কাছে নিয়ে আসে।

স্প্যানিশ এই ক্লাবটিতে দু’জন মুসলিম ফুটবলার রয়েছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তারা সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। তারা হ্যাশ ট্যাগে রমজান করিম লিখে দুই পাশে দুটি লাভের ইমোজি ব্যবহার করেছে। এছাড়াও তারা একটি ভিডিও পোস্ট করেছে যেখানে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে দেখা যায় কোচ জাভি হার্নান্দেজসহ আরও দুজন খেলোয়াড়কে।

ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা, রমজান মাসের আগমনের জন্য বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন। রমজান করীম ও শুভ নববর্ষ! বার্সা থেকে বিশ্বজুড়ে যারা উদযাপন করছে তাদের জন্য একটি বরকতময়। সঙ্গে প্রার্থনার ইমোজি দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে