বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৪:২২:৪৯

বাংলাদেশকে আটকে রাখতে পারিনি : প্রোটিয়া অধিনায়ক

বাংলাদেশকে আটকে রাখতে পারিনি : প্রোটিয়া অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ‘বাংলাদেশ পজিটিভ ক্রিকেট খেলেছে। তাদের যা করা উচিত ছিল সেটাই করেছে। আমাদেরকে এখন পজিটিভ হতে হবে। কীভাবে আমরা ঘুরে দাঁড়াব, সেটা এখনই ঠিক করতে হবে।’- কথাগুলো বলছিলেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক টনি জর্জি।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের কাছে ৪৩ রানের ব্যবধানে পরাজয় বরণ করে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার টিকে থাকতে হলে অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততেই হবে। অবশ্য শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া। দুই প্রতিপক্ষকে নিয়ে চিন্তা না করলেও নিজেদের ভুল-ভ্রান্তিগুলো শুধরে নিতে মরিয়া প্রোটিয়া অধিনায়ক।

বাংলাদেশকে ২০০ রানে আটকে রাখতে চেয়েছিলেন টনি জর্জি। কিন্তু টাইগারদের দাপটে তা পারেননি। নিজের পরিকল্পনামতো খেলতে না পারাকে সবচেয়ে বড় ব্যর্থতা বলে মানছেন টনি জর্জি। ‘তাদেরকে ২০০ রানে আটকে রাখতে চেয়েছিলাম, তা পারিনি। আমরা ভালো ব্যাটিং করেছি, কিন্তু আমরা মিডল অর্ডারে ভালো কিছু করতে পারিনি। যে টার্গেট ছিল সেটা সহজেই তাড়া করা যেত। আমরা ব্যাটিং ভালো করতে পারিনি, এ জন্যই আমরা জিততে পারিনি।’

দল খারাপ করলেও দক্ষিণ আফ্রিকার ওপেনার লিয়াম স্মিথ সেঞ্চুরির দেখা পেয়েছেন। কিন্তু বোলারদের দাপটে তার ১৪৬ বলে ১০০ রানের ইনিংসটি আরো বড় করতে পারেননি স্মিথ। তার সেঞ্চুরি বৃথা গেলেও অধিনায়ক টনি জর্জি বেশ প্রশংসা করেছেন। স্মিথকে নিয়ে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘সে দারুণ ব্যাটিং করেছে। তার ক্রিজে থাকা উচিত ছিল, সেটা সে ভালোমতই করতে পেরেছে। তার মতো আমাদেরকে ব্যাটিং করতে হবে। আশা করছি, আমরা ভবিষ্যতের ম্যাচগুলোতে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।’
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে