স্পোর্টস ডেস্ক: মাশরাফি ও সাকিব। বাংলাদেশ জাতীয় দলের দুই নক্ষত্র। যে নক্ষত্রের পতনে চ্যুত-বিচ্যুত হতে পারে বাংলাদেশ ক্রিকেট অঙ্গণ। দেশ সেরা অলরাউন্ডার সাকিব তার অলরাউন্ডার নৈপূন্য এবং মাশরাফি তার যোগ্য নেতৃত্বে গেল বছরে দারুণ স্বপ্নময় একটি বছর পার করেছে বাংলাদেশ।
আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপকে সামনে রেখে টাইগার দলের সঙ্গে দু’জনে এখন খুলনায় অবস্থান করছেন। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ মিসের পর নিজেদের ভুল সুধরাতে মরিয়া সৌম্য-তাসকিনসহ সবাই। ঠান্ডা বৈরি আবহাওয়ায়ও রোজ নিয়ম মাফিক পরিশ্রম করে যাচ্ছেন তারা।
সম্প্রতি দেশের প্রথম সারির একটি পত্রিকার সঙ্গে জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি নিয়ে কথা হয় দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে।
বেশ কিছু দিন আগে জাতীয় দলের ক্যাপ্টেনসি নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা হলো, সেটি দু’জনের মধ্যে সম্পর্কে প্রভাবটা কেমন পড়েছিল সেটি নিয়ে মুখ খুলেন দু’জনে।
জবাবে সাকিব বলেন, ‘মানুষ তো এটাই ভুল বোঝে। আমি যখন প্রথম ক্রিকেট বল ধরেছি, তখন থেকে আমি ওনাকে (মাশরাফি) চিনি। কাজেই ওনার সঙ্গে আমার ক্রিকেট নিয়ে সম্পর্কটাই কম। ক্রিকেটের বাইরের সম্পর্কটাই বেশি। উনি তো এখনই আমাকে বলবে, আমাকে প্রথম দেখার সময় আমার পরনে ছিল হাফপ্যান্ট আর মাফলার।’ (হাসি)...
মাশরাফির মুখেও সেই অদম্য হাসি। বলেন, সাদা ডোরাকাটা মাফলার...আর এখন তো গুচ্চির মাফলার পরে।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর