বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৫২:৪৭

ঢাকায় অনুষ্ঠিত হবে আফ্রিদি-কোহলিদের লড়াই, কেঁপে উঠবে মিরপুর

ঢাকায় অনুষ্ঠিত হবে আফ্রিদি-কোহলিদের লড়াই, কেঁপে উঠবে মিরপুর

স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে হচ্ছে না কোনো ক্রিকেটীয় লড়াই। গত বছরের ডিসেম্বরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হওয়ার কথা থাকলেও হয়নি।

তবে এবার একটি সুখবর পেতে পারেন দুই দেশের ভক্তরা। আইসিসির সিদ্ধান্তকে আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই দুই দেশের ক্রিকেট বোর্ডের। বাংলাদেশের মটিতে হবে ভারত ও পাকিস্তানের মহারণ।

আসছে ২৭ ফেব্রুয়ারি এশিয়াকাপে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দেশ। ২৪ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়াকাপ। ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জমকালো অনুষ্ঠানের।

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের টি-টোয়েন্টি লড়াইয়ের মধ্যে দিয়েই শুরু হবে আসর। বাংলাদেশের পরেই কোহলিদের প্রতিপক্ষ আফ্রিদিরা। যদিও বাংলাদেশের মাটিতে লড়াই অনুষ্ঠিত হবে কিন্তু এর পরেও এই ম্যাচটি নিয়ে আগ্রহের পারদ এখনই তুঙ্গে।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে