স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দেশের হয়ে নতুন কাব্য গড়লেন বাংলাদেশের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। এশিয়াকাপ ও বিশ্বকাপের আগে তামিম ইকবাল ব্যাট হাতেই গড়েন এই কীর্তি।
জাতীয় দলের পারফর্মের দিকটা দেখলে তামিম ইকবাল এদিন অন্যসকলকেসহ নিজের কীর্তিকেও ছাড়িয়ে যান। টি-টোয়োন্টিতে তামিম ইকবালের সর্বোচ্চ রান ৮৮।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটাই দেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ। তামিম ইকবাল টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি ম্যাচে টর্নেডো বেগে গড়েন ৯৫ রান।
৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত থাকেন তিনি। আন্তর্জাতিকভাবে তামিম ঠিকই স্বীকৃতি পাবেননা এই অর্জনের। তবে জীবনের একটি সেরা ইনিংস খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলেন তামিম ইকবাল।
এশিয়াকাপ ও বিশ্বকাপের আগে তামিমের ব্যাটে হাসি বাংলাদেশের জন্য সুখকর বার্তাই বটে। তামিম ইকবাল ছাড়াও বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান দুর্দান্ত ক্রিকেট উপহার দেন এদিন।
তামিমের সঙ্গী হয়ে (লাল দল) মাঠ কাঁপান তিনিও। সবুজ দলের বিপক্ষে চড়াও হন সাব্বির। ২৭ বলে করেন ৬৬ রান। ৫টি চার ও পাঁচটি ছয় ছিল সাব্বিরের ব্যাটে।
বেশ ভলোই আভাস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের একটি বড় ব্যর্থতা হলো বড় স্কোর গড়তে না পারা। কিন্তু তামিমরা বুধবার বিকালে ১৯৮ রান করে সুবজ দলের বিপক্ষে। তামিম, সৌম্য ও সাব্বির মিলেই করেন এই রান। এখন আন্তর্জাতিক ম্যাচে বড় স্কোরের লক্ষ্য তাদের।
প্রস্তুতি ম্যাচ হলেও মনে রাখার মত একটি মূহুর্ত পার করে জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার বিকালে ৩৯ রানে জয় পায় তামিমরা। জাতীয় দলের হয়ে এই পারফর্ম করার জন্য এখন ঠিকই মুখিয়ে আছেন টাইগাররা।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর