স্পোর্টস ডেস্ক: ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দারুণ রসায়ন দেশটি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। সম্প্রতি বেশ খুব ঘটা করে শোনা যাচ্ছে নতুন প্রেমে মজেছেন কোহলি। এমনকি তিনি তার প্রেমে এতটাই মজেছেন সব সময় আনুশকাকে সঙ্গী না চাইলেও, চাইছেন তাকে!
কিন্তু অদ্ভুত হলো কোহলির এই নতুন প্রেম কোন রক্ত-মাংসের মানুষকে ঘিরে নয়। কোহলি যে প্রেমে পড়েছেন এক ক্রিকেট মাঠের। অ্যাডিলেডের হয়েছে সেই সৌভাগ্য। প্রেমে পড়ার কারণও আছে, এই মাঠে ৬ ম্যাচ খেলে কোহলির রান ৬২৪! ৪টি সেঞ্চুরি, ১টি ফিফটি। কোহলির ক্যারিয়ার গড় ৪৮.৯৬, সেখানে এই মাঠে তার গড় ৮৯.১৪! সর্বশেষ টি-টোয়েন্টিতেও ৯০ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলেছেন। ম্যাচ শেষে কোহলি অদ্ভুত এক ইচ্ছার কথাই জানালেন, ‘এখানে খেলতে আমার দারুণ লাগে। আমি পারলে সব জায়গায় এই পিচ নিয়ে যেতাম।’
তাই নতুন এই ঝড় প্রেমিকাকে প্রশংসায় ভাসাতে ভুলেননি তিনি। জানালেন,‘বিশ্বের যেকোনো প্রান্তের সেরা স্টেডিয়ামগুলোর মধ্যে এটি থাকবে। সমর্থকদেরও ধন্যবাদ এখানে এসে আমাদের উৎসাহ জোগানোর জন্য।’
প্রসঙ্গত, অ্যাডিলেডে মাত্র ২ টেস্ট খেলে ৩টি সেঞ্চুরি ও ৩টি ওয়ানডে খেলে ১টি সেঞ্চুরি করেছেন কোহলির। তথ্যসূত্র : প্রথম আলো।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর