স্পোর্টস ডেস্ক: আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ফাইয়াজ আহমেদের হ্যাটট্রিকে ভারতকে ৪৪ রানে হারিয়েছে তারা। ফলে এই জয় দিয়ে টুর্নামেন্টের তৃতীয় জয়ের স্বাদ পেলো পাক দল। সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হাসনাইন আলম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন রেহান গনি। এছাড়া দানিশ ২৬, নেহার আলম ২০ ও মাতলুব কুরেশি ১৩ রান করেন।
ভারতের দলের অধিনায়ক দিনেশ কুমার ১৭ রান দিয়ে সর্বোচ্চ দুই উইকেট দখল নেন। জবাবে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় ভারত। ভারতের সর্বোচ্চ ২৬ রান করেন ইয়াশ নেগি। ১৯তম ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন পাকিস্তানের সেরা বোলার ফাইয়াজ আহমেদ। সব মিলিয়ে ১৪ রানে চার উইকেট নেন তিনি। এ ছাড়াও জাভেদ ও নিহার দুটি করে উইকেট নেন।