স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন এক ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ বলিভিয়া ফুটবল র্যাঙ্কিংয়ে সমৃদ্ধ না হলেও ম্যাচ ভেন্যু লা পাজের এস্তাদিও হার্নান্দো লাইস নিয়ে আছে বড় রকমের বিতর্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৫০ মিটার উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামে ফুটবল খেলা বেশ কঠিন।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত (বুধবার) ২ টায় শুরু হবে ম্যাচটি। তবে দূর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ কিংবা ভারতীয় উপমহাদেশে সরাসরি দেখার সুযোগ থাকছে না আর্জেন্টিনা ভক্তদের। ম্যাচ দেখার জন্য নির্ভর করতে হবে অনলাইন স্ট্রিমিং কিংবা অ্যাপের উপর।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইয়াল্লা টিভি এবং ইয়াসিন টিভিতে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড ফোনে স্পোর্টজিফাই টিভি অ্যাপ ইন্সটলের মাধ্যমে আর্জেন্টিনার বাছাইপর্বের খেলা।
বাছাইপর্বের এই ম্যাচে বেশকিছু পরিবর্তন দেখা যেতে পারে আর্জেন্টিনা একাদশে। পরিবেশ এবং ইনজুরি বিবেচনায় শুরুর একাদশে নাও থাকতে পারেন লিওনেল মেসি ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাদের বদলে দেখা যেতে পারে লিসান্দ্রো পারেদেস এবং নিকোলাস গঞ্জালেস।
এদিকে বুধবার সকালে পেরুর লিমায় মাঠে নামছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ পেছনে থাকা পেরু। সেই ম্যাচটিও দেখা যাবে এই তিন প্লাটফর্মে।
ব্রাজিল ম্যাচে অবশ্য খুব বেশি পরিবর্তনের আভাস নেই। কোচ ফার্নান্দো দিনিজ ম্যাচের আগে জানিয়েছেন, পুরো দলই এখন দারুণ ছন্দে আছে। তাদের মধ্যে আলাদা এক বন্ধন তৈরি হয়েছে। কোনরকম পরীক্ষা নিরীক্ষা করে এই বন্ধন ভাঙতে তিনি রাজি নন।