স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্টে একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছিল লোধা কমিটি৷ কিন্তু সুপারিশ কার্ষকর করতে টাল বাহানা করছে ভারতীয় ক্রিকেট বোডেৃর কর্তারা। তাই বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট বোর্ডকে কড়া বার্তা দিল৷
ভারতীয় সুপ্রিম কোটের প্রশ্নে বিসিসিআই কেন লোধা কমিশনের সুপারিশ কার্যকর করেনি। তার কড়া জবাব চাইল দেশের সর্বোচ্চ আদালত৷ সেইসঙ্গে সাফ জানিয়ে দেওয়া হল আর কোনও বাহানা নয়, চার সপ্তাহ সময় দেওয়া হচ্ছে৷ এই সময়ের মধ্যেই লোধা কমিটির সুপারিশ কর্যকর করতে হবে৷ সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি৷
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে স্বচ্ছতা আনতে দশ-দশটি সুপারিশ দিয়েছে লোধা কমিটি৷
সুপারিশ গুলি হল: ১. প্রতিটি রাজ্য থেকে একটি মাত্র বোর্ড অনুমোদিত সংস্থা থাকবে৷ যার ভোটারাধিকার থাকবে৷
২. বিসিসিআই ও আইপিএল-এর জন্য আলাদা গভর্নিং বডি করা৷
৩. আইপিএল পরিচালনা করবে গভর্নিং কাউন্সিল৷ যেখানে ৯ জন সদস্য৷ বোর্ড সচিব ও কোষাধ্যক্ষ গভর্নিং কাউন্সিলের সদস্য হবে৷ অন্য দুই সদস্য বাকি সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন৷ বাকি পাঁচ সদস্যের মধ্যে দু’জন ফ্র্যাঞ্চাইজিগুলি থেকে নির্বাচিত হবেন৷ একজন প্লেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি৷ বাকি দু’জনের মধ্যে একজন কম্পোট্রোলার ও একজন ভারতীয় অডিটর জেনারেল অফিস থেকে নির্বাচিত হবেন৷
৪. আইপিএল গভর্নিং কাউন্সিল আদালা ভাবে কাজ করবে৷
৫. প্লেয়ারদের রক্ষার জন্য মহিন্দর অমরনাথের নেতৃত্বে স্টিয়ারিং কমিটি গঠন করতে হবে৷ যে কমিটিতে থাকবেন অনিল কুম্বলে এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলিজি৷
৬. বোর্ড আধিকারিকদের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করে দিল লোধা কমিটি৷ অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে৷ বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে৷ রাজনীতিবিদ বা সরকারী কোনও চাকুরিজীবী বা শিল্পপতি হওয়া চলবে না৷
৭. বোর্ড আধিকারিক হিসেবে ৯ বছরের বেশি থাকতে পারবে না৷
৮. তিন বছরের বেশি বোর্ডের কোনও পদে থাকবে পারবে না৷
৯. বোর্ড অনুমোদিত প্রতিটি সংস্থার অ্যাকাউন্ট অডিট করবে বিসিসিআই৷
১০. প্রতিটি সংস্থার ক্রিকেটের উন্নয়নে সাবসিডি দেবে বিসিসিআই৷ তবে তা সংস্থার ওয়েবসাইটে উল্লেখ থাকতে হবে৷-কলকাতা২৪
৪ ফেব্রুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস