শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৪:১০

সুন্দরীকে দেখেই পোশাক খুলতে শুরু করলেন রোনালদো, অতঃপর!

সুন্দরীকে দেখেই পোশাক খুলতে শুরু করলেন রোনালদো, অতঃপর!

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত আপনি? তাহলে ফ্রেঞ্চ টিভির জন্য পর্তুগিজ তারকার নতুন বিজ্ঞাপনটি অবশ্যই দেখুন। ইতিমধ্যেই এই বিজ্ঞাপনটি প্রচুর মানুষের ভালো লেগেছে। আর আপনি যদি রোনালদোকে পছন্দ অতটা নাও করেন, তাহলেও ভালো লাগবে। কারণ, বিজ্ঞাপন অনুযায়ী, রোনালদো এখানে ধোঁকাই খেয়েছেন বা ঠকেছেন বলতে পারেন।

রোনালদো সুন্দরী নারীদের প্রেমে বাস্তব জীবনেও যেমন পড়েন, এই বিজ্ঞাপনেও তেমনই দেখানো হয়েছে। সামনের বাড়ির সুন্দরী মেয়ে দেখে রোনালদো নিজের পোশাক খোলাও শুরু করে দিয়েছিলেন। তার সুঠাম সাস্থ্য দেখিয়ে যাতে সুন্দরীকে আকর্ষিত করা যায়। কিন্তু এরপরেই কাহানিতে ট্যুইস্ট। কী হল, হঠাৎ সুন্দরীর জায়গায় ভাল্লুক।
৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে