স্পোর্টস ডেস্ক : প্রথম দিনের ঘাটতি পোষাতে আজ আগেভাগে খেলা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু কানপুরে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পুরো মাঠই ঢেকে রাখা হয়েছে কাভারে। খেলা শুরু হওয়ার সময় কিংবা মাঠ পর্যবেক্ষণের অবস্থাও এখন নেই সেখানে। বলা যায়, খেলা শুরু হতে দেরি হচ্ছে আপাতত।
দেরি হবে সেটা অনুমেয়। কিন্তু কত দেরি? ক্রিকইনফো সূত্রের খবর, বৃষ্টি না থামায় নিরাশ হয়ে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে চলে গিয়েছে ভারতীয় দল। পরে বাংলাদেশ দলও ফিরে গেছে হোটেলে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর মিললেও এখন কিছুটা ভারি বৃষ্টিই চলছে।
আবহাওয়া অফিস অবশ্য আগেই জানিয়েছিল, দ্বিতীয় দিনে ৮০ শতাংশ বৃষ্টির আশঙ্কা আছে। এদিনও পুরো ৯০ ওভার খেলা না হওয়ার আশঙ্কাই বেশি।
বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।
৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।