স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে প্রথম ওয়ানডে খেলা চলাকালিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ। ভিসা জটিলতায় দুজন দেশে অপেক্ষায় ছিলেন। সন্ধ্যার পর ভিসা মিললে তাদের যাত্রা নিশ্চিত হয়।
আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা ছাড়েন দুই ক্রিকেটার। বিকেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা। জাতীয় দলের ম্যানেজার এ খবর নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য যে ১৫ সদস্যের দল দিয়েছিল বিসিবি, সেই দলের মধ্যে নাসুম ও নাহিদ ভিসা জটিলতায় পড়েন। এ জন্য অন্য সদস্যরা চলে গেলেও যাওয়া হয়নি তাদের। কয়েকদিনের অপেক্ষার পর তারা যোগ দিয়েছেন দলে। এ সময়ে তারা মিরপুরে অনুশীলন চালিয়ে গেছেন।
এদিকে প্রথম ওয়ানডেতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। উইকেট কিপিংয়ের পর তর্জনীতে চোট পান। ব্যাটিংয়ে সাতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। ৩ বলে ১ রানে থেমে যায় তার ইনিংস। চিড় ধরা পড়ায় শেষ দুই ওয়ানডেতে তার খেলা হচ্ছে না।
মুশফিকের বিকল্প হিসেবে কাউকে দেশ থেকে পাঠানো হচ্ছে না নিশ্চিত করেছেন জাতীয় নির্বাচক প্যানেলের এক সদস্য। স্কোয়াডে জাকির হাসান এবং জাকের আলী অনিক দুজন উইকেটরক্ষক ব্যাটসম্যান আছেন। তাদের যেকোনো একজনকেই মুশফিকের পরিবর্তে একাদশে দেখা যাবে নিশ্চিত করেছেন তিনি।