স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে প্রথম ম্যাচে হারের কারণ জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভালো শুরুর পর শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে হিসেবে শারজাহ’র উইকেটকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
শুক্রবার (৮ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, উইকেট আশানুরূপ আচরণ করেনি। আমি আর শান্ত যখন ব্যাট করছিলাম, আমাদের দুজনের কাছে সহজ উইকেট মনে হচ্ছিল। ২০ ওভারের পর বল যখন পুরনো ও নরম হয়ে গেল, হঠাৎ করে টার্ন শুরু হয়ে গেল বেশি। আমি আর শান্ত মাঝখানে খুব সংগ্রাম করছিলাম, সেট হওয়ার পরও।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। জবাব দিতে সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্তর ব্যাটে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। সৌম্য আউট হলেও শান্তকে সঙ্গ দিতে থাকেন মিরাজ একটা সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারতে যাচ্ছে আফগানরা।
কিন্তু শান্ত ২৫ ওভারের পর আউট হলে দলের হাল ধরেন মিরাজ। তবে ৩০ থেকে ৩৩ এই তিন ওভারেই ম্যাচ নিজেদের করে নিয়েছেন গজানফররা। ১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান।
যেখানে ৬ উইকেট শিকার করে বিশেষ ভূমিকা পালন করেছেন আল্লাহ গজানফর। আফগান রহস্য স্পিনারের ৬ উইকেট শিকার করার পেছনে উইকেটের বাড়তি সুবিধাকে দায়ী করেছেন মিরাজ।
তার ভাষ্য, হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে।
উল্লেখ্য, আগামীকাল (শনিবার) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।