স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রিস টপলিকে। ইংল্যান্ডের এই পেসার মাঠ ছেড়ে যাওয়ার সময় হতাশার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন প্যাভিলিয়নে ফেরার পথে চেয়ার ভেঙে। ফলে আম্পায়াররা আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছিল তার বিরুদ্ধে। যে অভিযোগে শাস্তি পেয়েছেন এই ইংলিশ পেসার।
আইসিসির আচরণবিধি ভঙ্গের শাস্তি হিসেবে টপলির ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আম্পায়ারদের আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন এই ৩০ বছর বয়সী পেসার। তাই আর শুনানির প্রয়োজন পড়েনি।
বার্বাডোজে প্রথম টি-টোয়েন্টির পঞ্চম ওভারে ঘটনাটি ঘটে। ব্যক্তিগত তৃতীয় ওভার করছিলেন টপলি। ওভারের তৃতীয় বলটি করার সময় পা পিছলে হাঁটুতে আঘাত পান এই পেসার। সেই বলে ছক্কাও হজম করেন তিনি। এর পরপরই বৃষ্টি নামলে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
খেলা আবার শুরু হলে বোলিং করার চেষ্টা চালিয়ে যান টপলি। কিন্তু চতুর্থ বলে রোভম্যান পাওয়েল আবার ছক্কা মারেন। খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় বুঝতে পেরে টপলি মাঠ ছাড়েন। মাঠ ছেড়ে প্যাভিলিয়িনের সিঁড়ি বেয়ে ওঠার সময় একটি চেয়ার তুলে সিঁড়ির পাশে আঘাত করে তা ভেঙে ফেলে হতাশার বহিঃপ্রকাশ ঘটান তিনি।
তার এই কাণ্ড আইসিসির আচরণবিধির লঙ্ঘন বলে ম্যাচের আম্পায়াররা অভিযোগ আনায় শাস্তি পেতে হলো তাকে।
তবে এমন ঘটনা আগেও ঘটিয়েছেন টপলি।গত বছর বিশ্বকাপে হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এই ২৩০ বছর বয়সী। সেদিনও মাঠ ছাড়ার সময় একটি চেয়ার তুলে ফেলে দিয়েছিলেন তিনি। সে জন্য অবশ্য ম্যাচ রেফারির কাছে ক্ষমা চেয়ে পার পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর পার পেলেন না।
২৪ মাসের মধ্যে এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট টপলির। ২ বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞায় পড়তে হয় সেই খেলোয়াড়কে। সে হিসেবে নিষেধাজ্ঞা থেকে নিরাপদ দূরত্বেই আছেন এই ইংলিশ পেসার।