স্পোর্টস ডেস্ক : বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল শনিবার সফরকারী মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে অবশ্য জিতেছিল মালদ্বীপ, ফলে দুই ম্যাচের সিরিজ সমতা দিয়ে শেষ এলো।
মজিবুর রহমান জনির পর ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বদলি ফুটবলার পাপন সিং জয়সূচক গোল করেন। এরপরই বছরের শেষ ম্যাচে জয়ের উৎসবে মাতে ফুটবলপ্রেমীরা।
আর এই ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও প্রথমার্ধ শেষেই তিনি মাঠ ত্যাগ করেন, সঙ্গে ছিল ছেলে আরহাম ইকবালও। মাঠ ছাড়ার আগে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আমি এই প্রথম বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ মাঠে বসে দেখলাম। মাঠে বসে বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কিংস অ্যারেনার পরিবেশ ও সুযোগ-সুবিধা দুর্দান্ত।’
তামিম নিজে দেশসেরা ওপেনিং ব্যাটার হলেও ফুটবলকেই এগিয়ে রাখলেন পারস্পরিক তুলনায়। দেশের মধ্যে ফুটবলই জনপ্রিয় খেলা দাবি করে তামিম বলেন, ‘কোনো সন্দেহ নেই, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটও জনপ্রিয়, তবে ফুটবলই এগিয়ে।’
ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে দর্শকদের আরও বেশি মাঠে যাওয়ার অনুরোধ তামিমের, ‘সবাইকে মাঠে এসে পরিবার নিয়ে খেলা দেখার অনুরোধ করব। সবাই মাঠে এলে এ দেশের ফুটবলই উপকৃত হবে।’