বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:২০:০৫

এবার সুখবর দিলেন মুস্তাফিজ

 এবার সুখবর দিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলছেন না মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার।

আজ (বুধবার) ফেসবুক পেজে এক পোস্টে নিজেই জানালেন সুখবরটা। টাইগার এই পেসার লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।’

২০১৯ সালের ২৩ মার্চ নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মুস্তাফিজুর রহমান। 

বাংলাদেশের জার্সিতে মুস্তাফিজ সর্বশেষ খেলেছেন গত মাসে আফগানিস্তান সিরিজে। দল প্রত্যাশী ছিলেন সদ্য সমাপ্ত আইপিএলের মেগা নিলামে। তবে গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা টাইগার এই পেসারকে নিয়ে এবার কোনো দল আগ্রহ দেখায়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে