স্পোর্টস ডেস্ক : বাঁচা-মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এই ম্যাচে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ? এরই মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ফখর জামানের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় একাদশে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। তাকে বাদ দিয়ে বাকিরা থাকবে তো একাদশে।
প্রশ্ন উঠছে, ভারতের বিপক্ষে খেলছেন তো বাবর আজম?
অবশ্য বাবর আজম নিয়ে প্রশ্ন উঠার কারণও রয়েছে। গতকাল দলের অনুশীলনে ছিলেন না এই ব্যাটার। যে অনুশীলন সেশনে পিসিবি সভাপতি মহসিন নাকভি উপস্থিত ছিলেন, সেখানে বাবরের অনুপস্থিতি বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও বাবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিসিবি।
ফখর জামানের বদলে দলে নেওয়া হয়েছে ইমাম উল হককে। যদিও স্কোয়াডে দলে আছেন আরেক ওপেনার উসমান খান। এরপরও আজ ইমামের খেলার সম্ভাবনাই বেশি। আর বাবর খেলবে ইমামের সঙ্গে ওপেন করবেন।
আর গত ম্যাচে ওপেন করা সৌদ শাকিল ফিরতে পারেন তিন নম্বরে। চার নম্বরে রিজওয়ান ও পাঁচ নম্বরে খেলবেন সালমান আগা।
দল থেকে বাদ পড়তে পারেন তৈয়ব তাহির। তার জায়গায় ফিরতে পারেন কামরান গুলাম। গত ম্যাচে ফিফটি করা খুশদিল শাহ খেলবেন লোয়ার মিডল অর্ডারে।
যথারীতি থাকবেন তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও এক স্পিনার আবরার আহমেদ।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে বেশ ভালো অবস্থায় ভারত। আগের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই কারোরই। যদি বাদ পড়েন সেটা হতে পারে দলের কম্বিনেশনের কারণে। সে ক্ষেত্রে স্পিন শক্তি বাড়াতে যোগ হতে পারেন বরুণ চক্রবর্তী। যদিও সেই সম্ভাবনা কম।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আগা সালমান, বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।