স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচের আগে কথার লড়াইয়ে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, ভারত সাদা বলের ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী দল।
টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান খুব একটা পাত্তা পাবে না বলেও মনে করেন প্রিন্স অফ ক্যালকাটা। দুবাইয়ের উইকেটে স্পিনাররা কার্যকর হবে বলেও মত তার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশেও পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাবেক বিসিসিআই প্রধান।
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান দ্বৈরথ। দুদেশের রাজনৈতিক বৈরিতা এ ম্যাচের উন্মাদনা বাড়িয়েছে কয়েক গুণ। যদিও আইসিসির দুই ফরম্যাটের বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা অনেকটা একপেশে। আধিপত্য দেখিয়ে আসছে ভারত। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষে।
আরও একটা আইসিসি ইভেন্ট, স্বাগতিক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলের কারণে ম্যাচ খেলতে হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে এগিয়ে কোন দল? সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সার্বিক বিচারে এগিয়ে রাখছেন ভারতকেই।
সৌরভ বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ভারত খুবই শক্তিশালী দল। লম্বা সময় ধরে পাকিস্তানের বিপক্ষে ভারত আধিপত্য করে যাচ্ছে। আমার যতটুকু মনে পড়ে, গত ৫ বছরে পাকিস্তানের বিপক্ষে ভারত মাত্র একটি ম্যাচ হেরেছে। ভারত ফেভারিট, ওয়ানডে দল অনেক শক্তিশালী।’
বাংলাদেশের বিপক্ষে দারুণ জয় দিয়ে আসর শুরু করেছে ভারত। সবাই যখন পেসারদের ওপর গুরুত্ব দিচ্ছে, টিম ইন্ডিয়া বাড়িয়েছে স্পিন শক্তি। তার কারণ ব্যাখ্যা করলেন সৌরভ গাঙ্গুলি।
তিনি বলেন, ‘দুবাইয়ের উইকেট বিবেচনায় ভারত স্পিনে গুরুত্ব দিয়েছে। তারা জাদেজা, অক্ষরের সঙ্গে সমন্বয় করতে তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপকে নিয়েছিল।’
সৌরভের মতে, দুবাইয়ের উইকেটে ৩০০ রান করা কঠিন হবে যেকোনো দলের জন্য।