বুধবার, ০৫ মার্চ, ২০২৫, ১০:৪২:৩৫

১৮ ম্যাচের মধ্যে ১২টিতে খেলে আর্জেন্টিনা আছে সবচেয়ে সুবিধাজনক স্থানে

১৮ ম্যাচের মধ্যে ১২টিতে খেলে আর্জেন্টিনা আছে সবচেয়ে সুবিধাজনক স্থানে

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার সামনে দুটি বড় ম্যাচ। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচ সামনে রেখে এরইমধ্যে প্রাথমিক দলও ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি, ৩৩ সদস্যের দলে ওয়াল্টার বেনিতেজ একজন।

গোলরক্ষক বেনিতেজ খেলেন ডাচ ক্লাব পিএসভিতে। ৩ মার্চ জাতীয় দলে ডাক পাওয়ার পরদিন গতকাল পিএসভির হয়ে ৭ গোল হজম করেছেন তিনি। তাও যেনতেন প্রতিযোগিতায় নয়, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়, আর্সেনালের বিপক্ষে। বিপরীতে পিএসভি দিয়েছে ১টি।

এই ৭ গোল হজমের ঘটনার পর স্ক্যালোনির নিজের ওপর অসন্তুষ্টই হওয়ার কথা। যদিও এমি মার্টিনেজের উপস্থিতিতে বেনিতেজের আর্জেন্টিনার হয়ে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন তিনি। সেটাও গত বছর ফিফা প্রীতি ম্যাচ।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ১৮ ম্যাচের মধ্যে ১২টিতে খেলে আর্জেন্টিনা আছে সবচেয়ে সুবিধাজনক স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা।

আর্জেন্টিনার প্রাথমিক দল
এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জারমান পেজেলা, লেয়ান্দ্রো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওরটেগা, লেয়ান্দ্রো প্যারাদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এক্সেকুয়েল পালাসিওস, ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, জিওলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডমিনগুয়েজ, থিয়াগো আলমাডা, আলেহান্দো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকো পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, সান্তিয়ানো ক্যাস্ত্রো ও অ্যাঞ্জেল কোরেয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে