স্পোর্টস ডেস্ক : বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকিএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি তাকে নেয়া হয়েছে লাইফ সাপোর্টে।
মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে তামিমকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।