স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সোমবার (২৪ মার্চ) সকালে হার্ট অ্যাটাক করেছেন। ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম। এরপর সাভারের এক হাসপাতালে ভর্তি করে তামিমকে হার্টে রিং পরানো হয়। শেষ পর্যন্ত চিকিৎসক জানিয়েছেন, জ্ঞান ফিরেছে তামিমের। পরিবারের সঙ্গে কথাও বলছেন তিনি।
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিমের হার্ট অ্যাটাকের পর তার সতীর্থের পাশাপাশি অনেক বিদেশি ক্রিকেটাররাও তার দ্রুত সুস্থতার কামনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও।
এক্সে যুবরাজ সিং লিখেছেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছ এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’
এদিকে হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’
সোমবার মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। জাতীয় দলের অধিনায়ককে দ্রুত ভর্তি করা হয় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে। সেখানে ২২ মিনিট ধরে তাকে সিপিআর এবং ৩বার ডি-সি শক দেয়ার পর পরিস্থিতি চিকিৎসকদের নিয়ন্ত্রণে আসে। এরপর এনজিওগ্রামে একটি ধমনীতে ১০০ ভাগ ব্লক ধরা পড়লে সেখানে রিং (স্টেন্ট) বসানো হয়।