স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের ধারাবাহিকতা দ্বিতীয় ইনিংসেও ধরে রাখলেন মুশফিকুর রহিম। তাতে অফফর্ম আরও দীর্ঘায়িত হলো বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট খেলা তারকার।
শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে থাকা মুশফিক সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাজে শটে উইকেট বিলিয়েছিলেন মাসাকাদজার বলে। এবার মুজারাবানির বলেও একই কাজ করলেন তিনি। চা বিরতির ঠিক আগের ওভারে আউট হলেন মুশফিক।
অফ স্টাম্পের বেশ বাইরে বলটা করেছিলেন মুজারাবানি। বাইরের বলটিকেই তাড়া করে সপাটে ব্যাট চালাতে চাইলেন মুশফিক। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ আর করতে পারলেন কই! স্লিপের দিকে যাওয়া বল সহজেই তালুবন্দি করলেন জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিন। বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।
সিলেট টেস্টের তৃতীয় দিনে চা বিরতির ঠিক আগে আগে চতুর্থ উইকেটের পতন বাংলাদেশের। মাত্র ৪ রান করে বিদায় নিলেন দেশের হয়ে ৯৫তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। ২০টি বল মোকাবেলা করে সেট হওয়া এই ব্যাটার দলের বাজে সময়ে খামখেয়ালিতে আরও বিপদে ফেললেন দলকে।
আগের ইনিংসেও ৪ রান করেই আউট হয়েছিলেন মুশফিক। রানখরা তাতে আরও দীর্ঘায়িত হলো। সবশেষ ১২ ইনিংসে একবারও অর্ধশতকের দেখা পাননি তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেই সেঞ্চুরির পর থেকেই ব্যাটে রানখরা চলছে তার।
মুশফিকের বিদায়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪১.৪ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান। লিড ৭৩ রানের। ৪৪ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।