স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় স্তরের লিগ মিলফোর্ড এফসি বনাম ডারবান সিটির ম্যাচ চলছিল। মাঠে নেমে ম্যাচের আগে ওয়ার্ম-আপ করছিলেন খেলোয়াড়রা। ওয়ার্ম-আপ করার সময় এক ফুটবলার হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সিনামান্ডলা জোন্ডি নামের এক ফুটবলার। এরপর সেই ফুটবলারকে দ্রুত কাছের এক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
মঙ্গলবার (২২ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় স্তরের লিগ মিলফোর্ড এফসি বনাম ডারবান সিটির ম্যাচের আগে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে। মৃত্যুর আগে জোন্ডির বয়স হয়েছিল মাত্র ২২ বছর। জোন্ডি ছিলেন একজন ডিফেন্ডার। জোন্ডির মৃত্যুর খবর জানার পর প্রথমার্ধের শেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
২০২১ সালে পেশাদার ফুটবলে জোন্ডির অভিষেক হয়। দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলে চূড়ায় থাকা ডারবান সিটি আগামী মৌসুমে দক্ষিণ আফ্রিকার শীর্ষ লিগে ওঠার সুযোগের অপেক্ষায় আছে। সিনামান্ডলা জোন্ডির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।