বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ০৩:৩৪:১৩

বাংলাদেশ ফুটবলের জন্য বড় সুখবর

বাংলাদেশ ফুটবলের জন্য বড় সুখবর

স্পোর্টস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের নৈপুণ্যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে চীন। অর্থনৈতিক সহযোগিতার পর এবার ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের সঙ্গে আলো সম্পর্ক তৈরি করতে চায় এশিয়ার পরাশক্তি খ্যাত দেশটি। সে জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে চীন।

বুধবার (১ মে) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।

সাক্ষাতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বর্তমানে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ আছে।

এ জন্য চীনের সহায়তায় ‘স্পোর্টস ইকোসিস্টেম’ গড়ে তোলা এবং কোচ-খেলোয়াড়দের অলিম্পিক পর্যায়ের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশের ক্রীড়া সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েনও। 

তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় করতে বাংলাদেশে নারী ফুটবল দল পাঠানো হবে। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চীনে একটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানোর কথাও জানান।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কোচদের জন্য চীন উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতেও প্রস্তুত।’ এমনটি হলে দেশের ফুটবল আরও তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে