বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ০৭:৫৮:৪৬

খেলার মাঠেই এক ক্রিকেটারকে চড় মারলেন আরেক ক্রিকেটার? যা ঘটছে

খেলার মাঠেই এক ক্রিকেটারকে চড় মারলেন আরেক ক্রিকেটার? যা ঘটছে

স্পোর্টস ডেস্ক : অবশেষে মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স। গত মঙ্গলবার কলকাতা-দিল্লি ম্যাচের শেষে মাঠে কেকেআরের রিংকু সিংকে চড় মারেন দিল্লি ক্যাপিটালসের কুলদিপ যাদব! এই ঘটনা ধরা পড়ে ক্যামেরায়ও। তার পরেই শুরু হয় বিতর্ক। এ ঘটনার পুরো ভিডিও এবার প্রকাশ করেছে কেকেআর। 

সামাজিক যোগাযোমাধ্যমে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রিংকু-কুলদিপের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের স্ক্রিনশট। তার পরেই দেখা যাচ্ছে মাঠে দাঁড়িয়ে কথা বলছেন রিংকু ও কুলদীপ। আঙুলের ইশারায় ‘এল’ বা ‘লাভ’ অর্থাৎ, ভালবাসা বুঝিয়েছেন তারা।

দু’জনের বেশ কিছু ছবিও দেওয়া হয়েছে সেই ভিডিওতে। কখনও গাড়িতে, কখনও আবার হোটেলে একসঙ্গে মজা করছেন তারা। আবার একে অপরের সঙ্গে খুনসুটিও করছেন। ক্যাপশনে কেকেআর লিখেছে, 'গণমাধ্যমে খবর বনাম প্রকৃত সত্য। আমাদের উত্তরপ্রদেশের ছেলেদের মধ্যে নিখাদ বন্ধুত্ব রয়েছে।'

কেকেআরের এই ভিডিও থেকে বুঝা যায়, তারা বোঝাতে চেয়েছে যে মজার ছলেই রিংকুকে চড়় মেরেছিলেন কুলদিপ। রিংকুও তা মজার ছলেই নিয়েছেন। এই ঘটনায় বিতর্কের কিছু নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে