শনিবার, ০৩ মে, ২০২৫, ১২:২৬:৫৫

কপাল পুড়ল মোস্তাফিজের!

কপাল পুড়ল মোস্তাফিজের!

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। ডিপিএলের লিগ পর্ব না খেললেও সুপার লিগের ম্যাচে পর্যাপ্ত প্রস্তুতি হওয়ায় তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান নির্বাচকরা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। এদিকে, সিরিজ সামনে রেখে এদিন সিলেটে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল।

আন্তর্জাতিক ক্যারিয়ারটা ১০ বছরের। বিশ্ব ক্রিকেটে শুরুটা ছিল স্বপ্নের মতো। সেই মোস্তাফিজ-ই যেন এখন রঙহীন। তবে, এর দায় কার? ফিজ নিজেও বা কতটা চিন্তিত নিজের পারফরম্যান্স নিয়ে? এবার শেষ মুহূর্তে বাদ পড়লেন নিউজিল্যান্ড বিপক্ষে ‘এ’ দলের সিরিজ থেকে।

 বর্তমান সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মোস্তাফিজের কদরটা নেই বললেই চলে। আইপিএল, পিএসএল বা অন্য লিগে তার প্রতি আগ্রহই নেই কারও। যার কারণ ধারাবাহিকতার অভাব। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেও রাখা হয়নি মোস্তাফিজকে। এরপর আর কোনো সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের। তবে, প্রশ্ন এর মাঝে মোস্তাফিজ নিজের ভুলগুলো ঠিক করতে চেষ্টা করেছেন কতটা?

 চ্যাম্পিয়ন্স ট্রফির পর মোস্তাফিজের সামনে ভুল শুধরানোর মঞ্চ ছিল ডিপিএল। তবে, পেমেন্ট ইস্যুতে ফিজ খেলেননি লিগ পর্বে। সুপার লিগে খেলেছেন মোহামেডানের হয়ে। সামনে আবার পাকিস্তানের বিপক্ষে আছে টি-টোয়েন্টি সিরিজ। প্রস্তুতির কথা বিবেচনায় তাকে রাখা হয়েছিল নিউজিল্যান্ড বিপক্ষে ‘এ’ দলের সিরিজে। তবে, বাংলাদেশ দল যখন সিলেটে তখনই হুট করে ঘোষণা আসে এই সিরিজে রাখা হচ্ছে না তাকে। তার জায়গায় ডাক পেয়েছেন খালেদ আহমেদ।
 
গণমাধ্যমে তাকে রেখে বাদ দেয়ার ব্যাখ্যা হিসেবে নির্বাচকরা বলেছেন যখন তারা দল নির্বাচন করেছেন তখন মোস্তাফিজের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে শঙ্কা ছিল তাদের। পরে ডিপিএলে তার ৫ ম্যাচে ২৮ ওভার বোলিংয়ে সন্তুষ্ট হয়ে নাকি নিয়েছেন এমন সিদ্ধান্ত। কিন্তু ডিপিএল তো শেষ হয়েছে আরও তিনদিন আগে। তাহলে এ সিদ্ধান্ত নিতে এত সময় কেন লেগেছে নির্বাচকদের? নাকি মোস্তাফিজ-ই চাচ্ছেন না খেলতে? তবে, খেললে লাভ হতো বাংলাদেশেরই। এ বছর সব মিলিয়ে মোটে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিজ। তাও পারফরম্যান্স খুব একটা ভালো নয়।
 
এদিকে, নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে সিলেটে এদিন প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ এ দল। ফিল্ডিং সেশন শেষে দীর্ঘক্ষন নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শামিম,ইমনরা। প্র্যাক্টিসে নাঈম শেখ-নুরুল হাসান সোহানকে দেখা গেছে বেশ সিরিয়াস। আবারো জাতীয় দলে ফিরতে এই সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এই দুই ক্রিকেটার। সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে