বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১১:৩০:১৯

এনওসি পেলেন সাকিব আল হাসান

এনওসি পেলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দল এবং ঘরোয়া লিগগুলোতে মাঠে নামতে পারছেন না সাকিব আল হাসান। অবৈধ অ্যাকশনের কারণে বোলিং থেকে নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির টিমেও সুযোগ পাননি। তাই লম্বা সময় ধরেই মাঠের বাইরে সাকিব।

২ বার ব্যর্থ হওয়ার পর গত মাসে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করেছেন সাকিব। এবার ফিরতে যাচ্ছেন মাঠে। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে আসরের বাকি ম্যাচগুলোতে খেলবেন তারকা টাইগার অলরাউন্ডার। টুর্নামেন্টটি খেলার জন্য এনওসিও পেয়ে গেছেন তিনি। আজ (১৫ মে) বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র সাকিবের এনওসি পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। 

 পিএসএলের শুরুর দিকে লাহোরের দলে ছিলেন না সাকিব। তবে ভারত-পাকিস্তান যুদ্ধপরিস্থিতির কারণে লিগটিতে বিরতি দেয়ায় অনেক বিদেশি ক্রিকেটারই নিজ নিজ দেশে ফিরে গেছেন। তাদের মধ্যে একজন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। এই পেস অলরাউন্ডারের বদলি হিসেবেই এবার সুযোগ পেলেন সাকিব।

সাকিব পিএসএলে ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে আইপিএলে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। প্রায় একই সময়ে এনওসির জন্য আবেদন করেছেন তিনিও। বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ থাকায় মুস্তাফিজের এনওসি পাওয়ার প্রসঙ্গে এখনও কিছু জানায়নি বিসিবি।

পিএসএলের বাকি অংশ শুরু হবে আগামী ১৭ মে। টুর্নামেন্টটির লিগ পর্বে এখনও একটি ম্যাচ বাকি আছে লাহোরের। আগামী ১৮ মে সেই ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে শাহিন শাহ আফ্রিদির দল।

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে প্লে-অফে উঠবে লাহোর। তবে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। টুর্নামেন্টের শুরু থেকে এই দলটির হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশের আরেক তারকা রিশাদ হোসেন। তবে দেশের হয়ে খেলতে বর্তমানে দুবাইতে আছেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে