সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১১:৫৯:৫৩

এবার সাকিবকে কঠিন শর্ত

এবার সাকিবকে কঠিন শর্ত

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে একপ্রকার ব্রাত্য সাকিব আল হাসান। নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেই সময় কাটছে তার। বয়সটাও শেষ দিকে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও অনেকটা অসম্ভব এখন। তবুও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। কিছুদিন আগে হঠাৎ ক্রিকেট পাড়ায় খবর রটে, আবারো জাতীয় দলে ফিরছেন সাকিব। দেশের মাটিতে না হলেও বিদেশে নাকি জাতীয় দলের সাথে তাকে চায় বিসিবি। এই নিয়ে কথা কম হয়নি!

বিভিন্ন বোর্ডকর্তারাও নানান সময় দেখান আশার আলো। তবে এবার সেই আলো অনেকটাই নিভিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দলে ফিরতে কঠিন শর্ত দিলেন তিনি। এবার তিনি জানালেন, সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন বুলবুল।

সাকিবের প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের ক্রিকেটার, সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেইলেবল। তবে তাকে দলে আনতে আমি তো পারব না। তার জন্য সিলেকশন টিম আছে। তারা যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে।’ এরপর জুড়ে দেন কঠিন শর্ত। বলেন, ‘সাকিব এখন দেশে নেই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে।’

তাতে যেন একপ্রকার জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল সাকিবের। কেননা এক বছরের বেশি সময় ধরে দেশে নেই তিনি। ফেরারও নেই সম্ভাবনা। আর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত আগস্টে, পাকিস্তানের বিপক্ষে টেস্টে, তাদের মাটিতে। এরপর টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে খেলার সুযোগ আছে তার। তবে দেশে ফেরাটাই তার জন্য এখন অসম্ভব অনেকটা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আছে গ্রেফতারি পরোয়ানাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে