সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ০৩:১০:৩৭

ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে কিল-ঘুষি, মারধর ও হুমকির অভিযোগ

ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে কিল-ঘুষি, মারধর ও হুমকির অভিযোগ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে মিরপুর এক নম্বরে নিয়ে যান তাসকিন। সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ করেন সৌরভ।

এ নিয়ে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক।

আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক।’
উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে