স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদের এক ঘটনা নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা এই পেসারের বিরুদ্ধে বন্ধুদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় জিডিও হয়েছে।
এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তাসকিনের বিরুদ্ধে নানান অভিযোগ। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন তাসকিন। ফেসবুকে তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন গুজবে বিভ্রান্ত না হওয়ার।
তাসকিন আহমেদের ফেসবুক পোস্টটি এমটিনিউজ২৪ এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না।
আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)।
আশা করি সত্য এর সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’