মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ০৮:০৮:১১

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : ৪০ বছর বয়সী এই ক্রিকেটারের নামটা ক্রিকেট বিশ্বে তেমন পরিচিত নয়, তবে এবার তার নাম হয়তো মনে রাখবে ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টি এক নতুন কীর্তি গড়েছেন ফিনল্যান্ডের এই ক্রিকেটার মহেশ তাম্বে। এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে ৮ বলের মধ্যে ৫টি উইকেট নিয়েছেন এই মিডিয়াম পেসার। যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ড।

২০২২ সালে জার্মানির বিপক্ষে প্রথম ১০ বলে ৫ উইকেট নিয়েছিলেন বাহরাইনের জুনায়েদ আজিজ। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন রশিদ খান। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে তিনি ৫ উইকেট নিয়েছিলেন। 

 সোমবার (২৮ জুলাই) তাল্লিনে ম্যাচের ১৭তম ওভারে বোলিংয়ে আনা হয় ভারতীয় বংশোদ্ভূত পেসার তাম্বেকে। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সাজঘরে ফেরান সাহিল চৌহানকে।

টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান (২৭ বলে) সাহিল। এ ম্যাচে আউট হয়েছেন ১৪ বলে ২৩ রান করে। পরের বলেই মোহাম্মদ উসমানকে আউট করেন তাম্বে। এরপর ওভারের শেষ বলে ফেরান ওপেনার স্টেফান গুচকে। নিজের পরের ওভারের প্রথম দুই বলে তিনি রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে ফেরান।

সব মিলিয়ে ২ ওভার বোলিং করেছেন তাম্বে। ১৯ রান ৫ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তার ৫ উইকেট নেয়ার সুবাদে ১৪১ রানেই অলআউট হয়ে যায় এস্তোনিয়া। জবাবে ওপেনার অরবিন্দ মোহনের ফিফটিতে ১১ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ফিনল্যান্ড।

সুইডেনের বিপক্ষে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাম্বের। এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন এই পেসার। ৬.৮২ ইকোনমি রেটে তার গড় ২২.২৫। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম ৫ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে