স্পোর্টস ডেস্ক : রাহুল দ্রাবিড় কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ভারতের কোচ হন গৌতম গম্ভীর। তার অধীনে ভারত যেমন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাফল্য পেয়েছে, তেমনই ঘরের মাঠে পরপর টেস্ট সিরিজে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে সমালোচনার মুখে পড়েছে। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান কোচ থাকছেন গম্ভীর। এর মধ্যেই কে হতে পারেন ভারতের পরবর্তী কোচ, সেই প্রশ্নে চমকপ্রদ উত্তর দিলেন সাবেক ক্রিকেটার চেতেশ্বর পুজারা।
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো–কে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ভারতের পরবর্তী কোচ কে হতে পারেন? এক মুহূর্ত না ভেবে পুজারা বলেন, ‘রবিচন্দ্রন অশ্বিন।’
কেন অশ্বিন? এর ব্যাখ্যা দিয়েছেন পুজারা নিজেই। পুজারার ভাষায়, ‘অশ্বিন শুধু ভাল ক্রিকেটার নয়, ওর ক্রিকেট জ্ঞান খুব ভাল। পরিস্থিতি খুব তাড়াতাড়ি বুঝতে পারে।
ক্রিকেট সম্পর্কে অনেক জানে। পরিকল্পনা করার ক্ষমতা আছে। ভালো কোচের সব গুণ ওর মধ্যে আছে।’
চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অশ্বিন।
৭৬৫ আন্তর্জাতিক উইকেট শিকার করে তিনি ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক সফল বোলার। টেস্টে তার ঝুলিতে ৫৩৭ উইকেট, ব্যাট হাতে করেছেন পাঁচটি সেঞ্চুরিও।
অবসরের পরেও ক্রিকেট থেকে দূরে থাকেননি অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত খেলার বিশ্লেষণ করেন তিনি। তার তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি ও পরীক্ষামূলক মনোভাবই সবচেয়ে বেশি টেনেছে পুজারাকে।
তাই তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের হাল ধরার জন্য আদর্শ নাম হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।