সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ০২:৫১:২০

না করে দিল পাকিস্তান, তাই বাংলাদেশকে ভারতের আমন্ত্রণ!

না করে দিল পাকিস্তান, তাই বাংলাদেশকে ভারতের আমন্ত্রণ!

স্পোর্টস ডেস্ক : আগামী মাসেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেটের আসর। এর আগেই মাঠে গড়াবে এশিয়া কাপ হকির খেলা। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে হবে টুর্নামেন্টের এবারের আসর। তবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

ভারতের রাজগির, বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ হকি। কিন্তু এই টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান হকি দল। রাজনৈতিক টানাপোড়েনের কারণেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে রাজি নয় পাকিস্তান।

পাকিস্তান এশিয়া কাপ হকিতে খেলবে না বলেই শেষ মুহূর্তে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্ণেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘আজ দুপুর সাড়ে বারোটার পর ভারত ও এশিয়ান হকি ফেডারেশন উভয় পক্ষ থেকে এশিয়া কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আমরা খেলতে সম্মত সেটা ইতোমধ্যেই জানিয়েছি। এশিয়া কাপ খেলার অন্যান্য আনুষ্ঠানিকতাও আমরা দ্রুত সম্পন্ন করব।’

পাকিস্তান ও ভারতের একাধিক সংবাদমাধ্যম আগে থেকেই জানিয়ে আসছিল, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া হকির এ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করবে পাকিস্তান। তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার না করায় বাংলাদেশ আনুষ্ঠানিক আমন্ত্রণ পাচ্ছিল না। অবশেষে টুর্নামেন্ট শুরুর ১১ দিন আগে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ।

এশিয়া কাপটি ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফায়ার হিসেবেও কাজ করবে, তাই পাকিস্তানের অনুপস্থিতি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

পাকিস্তান ও ভারতের সম্পর্কের কারণে এই ধরনের পরিস্থিতি আগেও ঘটেছে। উদাহরণস্বরূপ, ২০১৬ সালের জুনিয়র বিশ্বকাপ থেকে পাকিস্তান দল নিরাপত্তাজনিত কারণে অংশ নিতে পারেনি, যার ফলে ভারত জয়ী হয়। তবে গত বছর ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দল চেন্নাইয়ে অংশ নিয়ে ষষ্ঠ দল হিসেবে শেষ করেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে