সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ০৪:২৮:২৩

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিবরা

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিবরা

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। তবে বৈরি আবহাওয়ার কারণে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে এক বলও মাঠে গড়ায়নি ম্যাচে।   

বাংলাদেশ সময় সোমবার (১৮ আগস্ট) ভোর ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম। কিন্তু বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে আর খেলার উপযোগী হয়নি। কয়েক দফা মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। 

এই ফলাফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে একটি জয়, একটি হার। সেই সাথে একটি পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া পয়েন্টসহ মোট ৩ পয়েন্ট। 

দুই, তিন ও চার নম্বরে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। প্রত্যেকেরই পয়েন্ট ২। অন্যদিকে, সেন্ট লুসিয়া ১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এবং জয়শূন্য বার্বাডোজ রয়্যালস আছে পয়েন্ট টেবিলের সবার নিচে। 

তিন বছর পর সিপিএলে ফিরে সাকিব তেমন নজরকাড়া পারফরম্যান্স দেখাতে পারেননি। তিন ম্যাচে ব্যাট হাতে তার গড় মাত্র ১২, স্ট্রাইকরেট ৮২.৭৫ এবং বাউন্ডারি এসেছে কেবল একটি। বল হাতে এখনও পর্যন্ত কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। 

তারপরও বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ শেষে সাকিবদের স্বস্তি এটাই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তার দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে