শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯:২৬

প্রথম ম্যাচেই ৪-০ গোলের বড় জয় পেল বাংলাদেশ

প্রথম ম্যাচেই ৪-০ গোলের বড় জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ বাংলাদেশ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপালকে। বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল।

এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে 'এ' গ্রুপে। গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা, যারা প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে নেপালের কাছে। এক ম্যাচ জিতেই বাংলাদেশ গ্রুপের শীর্ষে। নেপালের সাথে পয়েন্ট সমান হলেও বেশি গোল করায় তারা পেছনে ফেলেছে নেপালকে।

বাংলাদেশের চারটি গোল করেছেন সাব্বির ইসলাম, অপু রহমান, আরিফ ও মানিক। ১-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ ব্যবধান ৩-০ করে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই।

বাংলাদেশের পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে