মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:২১:০৩

শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ হলো বাংলাদেশ-জর্ডানের খেলা

শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ হলো বাংলাদেশ-জর্ডানের খেলা

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

জর্ডানের আকাবা স্টেডিয়ামে সোমবার (১৩ অক্টোবর) এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইয়ে জয় হাতছাড়া করেছে বাংলাদেশ নারী দল। তবে বাছাই পেরুনোর আশা অবশ্য এখনও টিকে আছে বাংলাদেশের। বাছাই পার হওয়ার লক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মামনি চাকমার ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে ওপরে উঠে যায়। ছুটে গিয়ে হেডে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি।

এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে জর্ডান চাপ দিতে থাকে, তবে বাংলাদেশের রক্ষণ ভেদ করে মেঘলাকে পরীক্ষা নিতে পারছিল না তারা।

তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সমতায় ফেরে জর্ডান। ৮৮তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর সতীর্থের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন মারিয়া জারার।

যদিও পরের মিনিটেই বাংলাদেশ জালে বল জড়ায়, কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল। তার পরই বাজে শেষের বাঁশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে