মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:০৩:৫৭

পুরান ঢাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ক্রিকেটারের মৃত্যু

পুরান ঢাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় বাসের ধাক্কায় আশরাফুল ইসলাম আশিক (২০) নামে এক তরুণ ক্রিকেটার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। সোমবার (১৩ অক্টোবর) সকালে নিহত আশিকের মরদেহ চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নিয়ে যাওয়া হয়।

আশিক তার এক খালাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে বের হন। পুরান ঢাকার বাবুবাজার এলাকায় পৌঁছলে বিপরীতমুখী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

জানা গেছে, নিহত আশিক চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির হয়ে খেলতেন। তিনি ওপেনার ব্যাটসম্যান ছিলেন। ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতকের ছাত্র ছিলেন এই ক্রিকেটার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান গাজীর ছেলে তিনি ।

চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও বিসিবির প্রশিক্ষক শামীম ফারুকী জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে আশিক। তিনি একজন উদীয়মান ক্রিকেটার ছিল। আশিকের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন এই কোচ। শামীম পাটোয়ারীর মতো প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার পথে ছিল আশিক, এমনটাই জানান কোচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে