স্পোর্টস ডেস্ক : কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ জাতীয় দল গ্রুপ পর্ব শেষ করলো ফিজির বিপক্ষে ৭-০ গোলের দারুণ জয়ে। অ্যাসপায়ার হাই পারফরম্যান্স কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে কোচ দিয়েগো প্লাসেন্টের নেতৃত্বে গ্রুপ ডি-তে তিন ম্যাচের তিনটিতেই জয়ী হয়ে শীর্ষে থেকে নকআউটে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরুতেই উরিয়েল ওজেডা গোল করে আর্জেন্টিনার স্কোরশিটে নাম লেখান। প্রথমার্ধে মাতেও মার্তিনেজ দুইটি গোল করেন, দ্বিতীয়ার্ধে ওজেডা তার হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
শেষপর্যায়ে সান্তিয়াগো সিলভেইরা ও সিমন এসকোবারও গোল করে আর্জেন্টিনার ৭-০ গোলের জয় নিশ্চিত করেন।
আর্জেন্টিনা পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। ফিজির গোলরক্ষক মেলভিন প্রকাশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করলেও আর্জেন্টিনা পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখে।
এ বছর প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করছে।
১২টি গ্রুপের শীর্ষ দুই দল এবং আটটি সেরা তৃতীয় স্থানধারী দল রাউন্ড অব ৩২-এ যাবে।
আর্জেন্টিনার এখনো অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই। তাদের সেরা ফলাফল হলো তৃতীয় স্থান (১৯৯১, ১৯৯৫, ২০০৩) এবং চতুর্থ স্থান (২০০১, ২০১৩, ২০২৩)।