সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৯:২৫:৪৮

'পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি'

'পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি'

স্পোর্টস ডেস্ক : রোববার (৯ নভেম্বর) মেজর লিগ সকারের প্লে-অফে ন্যাশভিলকে হারানোর ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি। মায়ামিকে জিতিয়ে তার পরের দিনই হঠাৎ বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে হাজির হন লিওনেল মেসি। ২০২১ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পর এই প্রথম মেসিকে দেখা পেল এই মাঠে।

সোমবার (১০ নভেম্বর) ক্যাম্প ন্যুতে ফেরার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, এই আঙিনা তার কতটা আপন।

মেসি ছবির ক্যাপশনে লিখেছেন, 'গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরেছি, যেটা আমি খুব মিস করি। এমন একটি জায়গা, যেখানে আপনারা আমাকে হাজারবার অনুভব করিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আশা করি, একদিন এখানে ফিরে আসতে পারব এবং কেবল খেলোয়াড় হিসেবে বিদায় জানানোর জন্য নয়, যে সুযোগ আমি কখনও পাইনি।'

মেসি খেলোয়াড় হিসেবে শেষবার ক্যাম্প ন্যুতে পা রেখেছিলেন ২০২১ সালের ১৬ মে, লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে। সেই ম্যাচটি অবশ্য হেরেছিল বার্সেলোনা। সেই ম্যাচের প্রায় তিন মাস পর এখানে কান্নাভেজা চোখে বার্সেলোনাকে বিদায় জানান দলটির রেকর্ড গোল স্কোরার।

বার্সেলোনায় দুই দশকের পথচলায় ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড ও কীর্তি গড়েছেন মেসি। ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অসংখ্য।

মাঝে দুই মৌসুম ফরাসি ক্লাব পিএসজিতে কাটানোর পর এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে থিতু হয়েছেন মেসি। কিছুদিন আগেই ক্লাবটির সঙ্গে নতুন করে সাড়ে ৩ বছরের চুক্তি করেছেন আর্জেন্টিনার এই কিংবদন্তী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে