স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই সিরিজে সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়ার সহজ সুযোগ টাইগার স্পিনার তাইজুল ইসলামের সামনে। আর সে জন্য নিজের সহজাত কাজটাই করে যেতে হবে তাকে।
আইরিশদের বিপক্ষে ৯ উইকেট পেলে কিংবদন্তি সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল। আর ১০ উইকেট পেলে গড়বেন ইতিহাস। এখন পর্যন্ত দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। ২৪৬ উইকেট নিয়ে তিনি আছেন শীর্ষে। তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ২৩৭টি।
তাইজুল আর ১০ উইকেট পেলেই সাকিবকে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির মালিক হবেন। সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ টেস্টে। তাইজুলের সুযোগ আছে আরও কম টেস্টেই তাকে ছাড়িয়ে যাওয়ার। ২৩৭ উইকেট নিয়েছেন তিনি ৫৫ টেস্টে। অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, সাকিবের চেয়ে অনেক কম টেস্ট খেলেই তাকে টপকাবেন তাইজুল।
লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। ৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়েছেন তিনি। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।