স্পোর্টস ডেস্ক : আগামী বছরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। ফলে রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবলের মহাযজ্ঞে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে বাছাইপর্বে লাল কার্ডের কারণে তার টুর্নামেন্টের শুরু নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। ফিফার রায়ে এখনো এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে আছেন তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে সহিংস আচরণ ও গুরুতর ফাউল প্লে–এর অভিযোগে লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ঘটনার জেরে ফিফার শাস্তিমূলক কমিটি মঙ্গলবার (২৫ নভেম্বর) রায়ে তার ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।
তবে এর মধ্যে দুই ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে—শর্ত হলো, আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ ঘটলে তা কার্যকর হবে।
রোনালদো ইতোমধ্যে একটি ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়েছেন। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলের জয়ে বিশ্বকাপ নিশ্চিত করা ম্যাচে মাঠে নামেননি তিনি।
এখনো একটি ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচে রোনালদোর থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। তবে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর না হলে বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে নিশ্চিতভাবেই।
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করায় লাল কার্ড দেখতে হয় পর্তুগিজ তারকাকে। নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে আন্তর্জাতিক ফুটবলে ২২৬তম ম্যাচে এসে এটি তার প্রথম লাল কার্ড হওয়ায় ফিফা সিদ্ধান্তে নমনীয়তা দেখিয়েছে।