বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ০২:৪১:২০

ভারতের মাথায় হাত, নেমে গেছে পাকিস্তানেরও নিচে!

ভারতের মাথায় হাত, নেমে গেছে পাকিস্তানেরও নিচে!

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে এক ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে নিল দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের বিশাল ব্যবধানে ভারতকে বিধ্বস্ত করে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। 

এই টেস্ট হেরে গৌতম গম্ভীরের অধীনে লাল বলের ক্রিকেটে ভারতের দুরবস্থার চিত্র আরো স্পষ্ট হলো। টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

সেনুরান মুথুসামির সেঞ্চুরি (১০৯) এবং মার্কো জানসেনের বিধ্বংসী ৯৩ রানে ভর করে বড় সংগ্রহ করে সফরকারীরা। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪ উইকেট নেন।

ব্যাট হাতে দুঃস্বপ্নের ইনিংস খেলেছে ভারত। মাত্র ২০১ রানে গুটিয়ে যায় তারা।

মার্কো জানসেন একাই তুলে নেন ৬ উইকেট। ফলো-অন করানোর সুযোগ থাকলেও দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে দ্বিতীয় ইনিংসে। সেখানে ট্রিস্টান স্টাবসের ৯৪ ও টনি ডি জর্জির ৪৯ রানে ভর করে ৫ উইকেটে ২৬০ রান তোলে ইনিংস ঘোষণা করে তারা।
৫৪৯ রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং ব্যর্থতায় ডুবে যায়।

সাইমন হার্মারের ঘূর্ণিতে ভারতীয়রা একে একে ধসে পড়ে। হার্মার নেন ৬ উইকেট। ভারতের পক্ষে কেবল রবীন্দ্র জাদেজা ৫৪ রান করে কিছুটা লড়াই চালান।

পুরো ইনিংসে কোনো প্রতিরোধই গড়ে তুলতে না পেরে ৬৩.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয় ভারত।
এই ম্যাচে অসাধারণ ফিল্ডিং করে এইডেন মারক্রাম নতুন রেকর্ড গড়েছেন।

এক টেস্টে সর্বোচ্চ ৯টি ক্যাচ নিয়ে তিনি টেস্ট ইতিহাসের সেরা ফিল্ডিং রেকর্ড নিজের করে নিয়েছেন।
সিরিজ জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ভারত নেমে গেছে পঞ্চম স্থানে, পাকিস্তানের নিচে।

২০২৬ সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত কোনো টেস্ট সিরিজ না থাকায় ভারতের সামনে এখন কঠিন সমীকরণ, ফাইনালে যেতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে