সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫০:৪৫

শাহাদাতকে অপমান করতে ছাড়েনি বিশ্বমিডিয়া

শাহাদাতকে অপমান করতে ছাড়েনি বিশ্বমিডিয়া

স্পোর্টস ডেস্ক: গৃহকর্মী নির্যাতনের ঘটনার পর থেকে রাতারাতি বিলীন বনে গেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজিব। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যেমনটি অপমানিত হয়েছেন বাংলাদেশের ভোক্তা সমর্থকদের কাছে। ঠিক তেমনি ভাবে অপমানিত হয়েছেন বিশ্বমিডিয়ার কাছে।

শাহাদাত ও তার স্ত্রীর হাতে শিশু গৃহকর্মী হ্যাপী (১১) লাঞ্চিত হওয়ার বিষয়টি শুধু দেশেই নয়, বিদেশি গণমাধ্যমেও প্রচার হচ্ছে বিশেষ গুরুত্ব সহকারে।

শাহাদাতের এ ন্যাক্কারজনক বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইল। তারা লিখেছে, ‘গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।

সংবাদের মুল অংশে লিখেছে, ‘বাংলাদেশের পুলিশ জানিয়েছে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা তাদের ১১ বছর বয়সী গৃহপরিচারিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। এজন্য এই দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা দায়ের করা হয়েছে।’

এটি নিয়ে ভারতের প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে ‘গৃহপরিচারিকা নির্যাতনের কারণে বাংলাদেশি ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি’ – শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখানে বলা হয়, ‘রাজধানী ঢাকার রাস্তায় পুলিশ আহত ১১ বছর বয়সী এক মেয়ে শিশুকে কুড়িয়ে পায়। এরপর তাকে জেরা করলেই বেরিয়ে আসে শাহাদাতের প্রসঙ্গ। পরে শাহাদাত হোসেন ও তার স্ত্রী নৃত্য শাহাদতকে গ্রেপ্তার করার জন্য তার বাসায় তল্লাশি চালানো হলেও, তাদেরকে সেখানে পাওয়া যায়নি।’


দক্ষিণ আফ্রিকার ‘ফাস্ট পোস্ট’ লিখেছে, ‘গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি’।
৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে